খেরসনসহ দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের দাবি করছে ইউক্রেন। ২৪ ঘণ্টায় ১৭০ জন রুশ সেনা হত্যার দাবি দেশটির। খবর রয়টার্সের।
খেরসনে ৭টি ট্যাংকসহ দুইটি রুশ অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে জানায় কিয়েভ। গতকাল শনিবার (৩১ জুলাই) বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, নিয়েপার নদীর ওপর দিয়ে খেরসনে প্রবেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আগেও ধ্বংস করা হয়েছিল ওই নদীর তিনটি সেতু। এর ফলে পূর্বাঞ্চল ও ক্রাইমিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রুশ সেনারা। পশ্চিমাদের দেয়া দূরপাল্লার মিসাইল ব্যবহার করে মিলছে সাফল্য, এমন দাবি জেলেনস্কি বাহিনীর। তবে কিয়েভের দাবি নিয়ে এখনও কিছু জানানো হয়নি মস্কোর তরফ থেকে।
/এমএন
Leave a reply