জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ থেকে

|

ছবি: সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান (অনার্স) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রোববার (৩১ জুলাই)। সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিউটের পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়।

এ বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী। এদের মধ্য থেকে ১ হাজার ৮৮৮ জন বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

রোববার সকালে প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা করে। সকাল ৯টা শুরু হওয়া এই পরীক্ষা ৫টি শিফটে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply