ঝিনাইদহে চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ অস্ত্র ও মাদক সমেত আটক ১০

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় গাঁজা ও ধারালো অস্ত্রসহ আটক ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববারের (৩১ জুলাই) উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্বে শনিবার অভিযান চালায় বিজিবি। এই অভিযানের মাধ্যমেই আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে ছিল নৌকার চেয়ারম্যান প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলেও।

এনিয়ে শৈলকুপা থানার ওসি আমিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কুমার নদের ব্রিজে একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে আটক করেন তারা। পরে তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, ৩টি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি ও দুটি স্টিলের চাইনিজ লাঠি উদ্ধার করা হয়।

এ সময় তাৎক্ষণিকভাবে ১০ জনকে আটক করে পুলিশ। জব্দকৃত সেই গাড়িতে থাকা উপনির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলেও ছিল বলে জানানো হয়েছে। আটকের পর তাদের থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply