ফাঁপা বেলুনের মতো উন্নয়ন দেশের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

|

দেশের স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য বর্তমান সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমান সরকারের উন্নয়ন ফাঁপা বেলুনের মতো উল্লেখ করে তিনি এর প্রয়োজন নেই বলেও দাবি করেন।

রোববার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই জনস্বার্থ রক্ষায় সরকার কোনো কাজ করছে না। যারা অবৈধভাবে দেশের টাকা পাচার করছে, তাদের পক্ষে ক্ষমতাসীনরা কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বিদ্যুৎ খাতে ৮ বছরের বাজেটের সমান অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু এর সবই দুর্নীতি ও লুটপাটের জন্য।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply