হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে স্কুল পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ইউপি সদস্যমোতালেব হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ জুলাই) সকালে উপজেলার বোয়ালদাড় গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম জানান, বোয়ালদাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব হোসেন তার ৯ম শ্রেণিতে পডুয়া মেয়েকে গোপনে গত ১৮ তারিখে বাল্য বিয়ের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
তবে ইউপি সদস্য মোতালেব হোসেন সেই নির্দেশ অমান্য করে ওইদিন গভীর রাতেই গোপনে তার মেয়েকে বিয়ে দেন এবং বিয়ের বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ঘটনার সত্যতা পাওয়ায় মোতালেব হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসজেড/
Leave a reply