রাজধানীর গোলাপবাগে তিতাসের অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

|

রাজধানীর গোলাপবাগে বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

তিনি বলেন, অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি নিয়মিত মামলাও হবে। এ পর্যন্ত দুটি ভবনে অভিযান চালিয়ে প্রায় ১০০টির বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ধলপুরে অনুমোদনের বাইরে অতিরিক্ত ১৭টি চুলা ব্যবহার করাই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

তিনি আরও বলেন, ফ্ল্যাট বাসায় গ্যাস সংযোগ থাকলেও তার স্বপক্ষে সরকারি কাগজ দেখাতে ব্যর্থ হচ্ছেন বেশিরভাগ ফ্ল্যাট মালিকই। তাদের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার উদ্যোগও নেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply