ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কিছু অংশে এখনও যেসব বেসামরিক নাগরিক রয়ে গেছেন তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বিবিসির।
শনিবার গভীর রাতে কিয়েভ থেকে দেয়া এক ভাষণে জেলেনস্কি যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে বলে এ সতর্ক করেছেন তিনি।
তিনি বলেন, যত বেশি মানুষ দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাবে, তত কম লোককে হত্যা করার সময় থাকবে রাশিয়ান সেনাবাহিনীর হাতে। রাশিয়ার সন্ত্রাসকে প্রতিহত করতে যত রকম সুযোগ রয়েছে তার সব ব্যবহার করবো।
এমন এক সময়ে জেলেনস্কির এমন বক্তব্য এলো যখন রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্কের একটি অংশে ৫০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মৃত্যুর তদন্তের জন্য জাতিসংঘ এবং রেডক্রস কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।
আরও পড়ুন: আরও শোচনীয় হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি, বাধ্য হয়ে পতিতাবৃত্তিতে বহু নারী
ইউএইচ/
Leave a reply