মোসাদ্দেকের ৩ আঘাতে বিপাকে জিম্বাবুয়ে

|

ছবি: সংগৃহীত

মোসাদ্দেক হোসেন সৈকতের ৩ আঘাতে বিপাকে পড়েছে জিম্বাবুয়ে। এর মধ্যে প্রথম ওভারেই দলকে জোড়া সাফল্য এনে দিলেন অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের প্রথম বলেই অফস্ট্যাম্পের বাইরের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে জিম্বাবুয়ে ওপেনার রেজিস চাকাভাকে আউট করে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন মোসাদ্দেক।

এরপর ওভারের শেষ বলে আবারও আঘাত হানেন এই অফস্পিনিং অলরাউন্ডার। আবারও অফস্ট্যাম্পের বাইরে বল করেন তিনি। গত ম্যাচে দারুণ ব্যাট করা মাধেভেরে খেলেন আলগা শট। ওয়াইড হতে যাওয়া এই বলকে তাড়া করে কাভার পয়েন্টে শেখ মেহেদী হাসানের বলে ধরা পড়েন ৪ রান করা মাধেভেরে।

পরের ওভারে বল করতে এসে ক্রেইগ আরভিনকে লিটন দাসের তালুবন্দি করে জিম্বাবুয়েকে ৬ রানে ৩ উইকেটে পরিণত করেন মোসাদ্দেক। প্রতিবেদনটি লেখা পর্যন্ত জিম্বাবুয়ের রান ছিল ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০ রান।

প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্রেইগ আরভিনের দল। আর সিরিজটি বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। নাসুম আহমেদ ও তাসকিন আহমেদের স্থলে দলে এসেছেন হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply