ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১

|

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে প্রাণ গেছে এক বিচ্ছিন্নতাবাদীর। এই ঘটনায় দুই সেনা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) বারামুল্লা জেলায় চালানো হয় এ অভিযান। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, এক বিচ্ছিন্নতাবাদী আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে জেলার প্রত্যন্ত এলাকায় তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। সেসময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ওই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। এ সময় আহত হন দুই সেনা ও এক পুলিশ সদস্য।

কাশ্মিরি পুলিশ জানায়, এ অভিযানের সময় সেনাবাহিনীর সহায়তাকারী একটি কুকুরের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি একে ফোর্টি সেভেন রাইফেল ও দুটি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply