সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে বজ্রপাতের ঘটনায় আশিক আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার করমদোসী এলাকায় এ ঘটনা ঘটে।
২০ বছর বয়সী নিহত আশিক একই এলাকার সিহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশে চায়ের দোকানে বসে ছিলেন আশিক ও তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ১০ থেকে ১২ জন। এ সময় বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। কিছুক্ষণ পর দোকানটিতে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশিক মারা যান। আহত হন সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম। আহতদের মধ্যে ৫ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এটিএম/
Leave a reply