পঞ্চগড়ে নদীর পাথর উত্তোলন করতে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক

|

পঞ্চগড় প্রতিনিধি:

বাড়ির পাশের নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে পঞ্চগড় সদর উপজেলায় পানিতে ডুবে নুরুল ইসলাম (৬০) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকালে জেলার সদর উপজেলার সদর ইউনিয়নের কাজীপাড়া এলাকার চাওয়াই নদীতে এ ঘটনা ঘটে। মৃত পাথর শ্রমিক নুরুল ইসলাম একই এলাকার শাখাওয়াত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে নুরুল ইসলাম প্রতিদিনের মতো অন্যান্য শ্রমিকদের সাথে বাড়ির পাশে চাওয়ায় নদীতে পাথর উত্তোলন করতে যায়৷ এ সময় পাথর উত্তোলনের সরঞ্জাম কাঁধে নিয়ে সাঁতার কেটে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে৷ পরে নুরুল ইসলামের সহকর্মীরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পানিতে খুঁজতে শুরু করে৷

খবর পেয়ে নুরুল ইসলামের বাড়ির লোকজন খবর পেয়ে নদীতে ছুটে যায় এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পাথর শ্রমিক নুরুলকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পাথর উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply