চাটখিলে ব্যবসার লভ্যাংশ দিয়ে গৃহহীনদের একশ ঘর তুলে দেয়ার উদ্যোগ, হস্তান্তর শুরু আজ

|

নোয়াখালী প্রতিনিধি:

মুজির্বষ উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার একশ গৃহহীন পরিবারকে ব্যক্তিগত ব্যবসার লভ্যাংশ থেকে একশটি বসতঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নিয়েছেন একটিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। তিনি চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (১ আগস্ট) চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব গ্রামের বৃদ্ধ শাহজাহান মিয়াকে নতুন ঘর দেয়ার মাধ্যমে ঘরগুলো হস্তান্তর শুরু হয়। সকালে ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ মোসা, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ, হোসেন তরুণ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারণ সম্পাদক কামরুল কানন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শাহজাহান মিয়া বলেন, সারাজীবন ঠেলাগাড়ি চালিয়ে কোনোরকমে জীবিকা নির্বাহ করেছি। ঝড়বৃষ্টিতে ভাঙা ঘরে কত কষ্টে দিন কাটিয়েছি, সেই কষ্ট দূর হলো। আমি প্রধানমন্ত্রী ও জাহাঙ্গীর কবিরের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।

পরে জাহাঙ্গীর কবির তার ব্যক্তিগত অফিসে সাংবাকিদের ব্রিফ করে জানান, মুজিববর্ষে সরকার গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা করে। এরই সাথে প্রধানমন্ত্রী এই কাজে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমি উদ্যোগ নিয়েছি চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় গৃহহীনদের আমার ব্যক্তিগত উদ্যোগে একশটি ঘর তৈরি করে দেয়ার। তিনি জানান, প্রথম ধাপে ১২টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। আজ থেকেই সেগুলো হস্তান্তর শুরু হলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply