সোহানকে মিস করবো, আশা করছি এশিয়া কাপে তাকে পাবো: অ্যালান ডোনাল্ড

|

দ্বিতীয় ম্যাচের মতোই দাপুটে পারফরমেন্স দেখিয়ে আজ মঙ্গলবার (২ আগস্ট) জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ, বলছেন দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশেষ করের বোলিং ইউনিটের কাছ থেকে চান আরও ভালো পারফরমেন্স।

অন্যদিকে, ইনজুরির কারণে অধিনায়ক নুরুল হাসান সোহানের আগ্রাসী ব্যাটিং, কিপিং আর অধিনায়কত্ব মিস করার কথা বলছেন এই প্রোটিয়া কিংবদন্তি।

অ্যালান ডোনাল্ড বলছিলেন, প্রথম ম্যাচে সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি আমরা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরে দাঁড়াতে পারাটাই আসল কথা। দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে যা করে দেখিয়েছি। বোলাররা ভালো শুরু করার পর শেষটাও করেছে দারুণ। ফাইনালটা হবে প্রথম ম‍্যাচের পিচে। আশাকরি জয়ী বেশে মাঠ ছাড়বো।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই স্পিড স্টারের দায়িত্ব মূলত পেস বোলিং ইউনিটকে নিয়ে। প্রথম ম্যাচে তাসকিন, শরিফুল, মুস্তাফিজ বেধড়ক পিটুনি খেয়েছেন সিকান্দার রাজাদের কাছে। তবে স্পিনারদের দাপটে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পেস ডিপার্টমেন্টও। বিশেষ করে ইনজুরির কারণে প্রায় দেড় বছর পর দলে ফেরা তরুণ পেসার হাসান মাহমুদে মুগ্ধ সাদা বিদ্যুৎ।

অ্যালান ডোনাল্ড বলেন, হাসান মাহমুদ আমাকে মুগ্ধ করেছ। সবচেয়ে ভালো লেগেছে মাথা ঠান্ডা রেখে মাঠে তার পারফর্ম করার গুণাবলি। দেড় বছর পর ইনজুরি থেকে ফিরেছে সে। উচ্চতা খুব ভালো, ফিটনেসও ভালো, আশাকরি আজ আরও ৫ থেকে ৭ শতাংস উন্নতি করবে সে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া চোটে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। মাত্র দুই ম্যাচ নেতৃত্বে দিলেও মাঠে এই উইকেট রক্ষক-ব্যাটারের পারফরমেন্স মন জয় করেছে ডোনাল্ডের। ক্রিকেটার হিসেবে তো বটেই অধিনায়ক হিসেবে সোহান পরিণত, বলছেন এই প্রোটিয়া।

অ্যালান ডোনাল্ড বলেন, সোহানের জন্য খারাপ লাগছে। ভালো উইকেটকিপিংয়ের পাশাপাশি ভালো হিট করছিল। প্রথম ম্যাচে একাই প্রায় দলকে টেনে তুলেছিল। গত দুই ম্যাচে সে এমনভাবে অধিনায়কত্ব করেছে, মনে হয় এই কাজ আগেও ২০-৩০ বার করেছে। আমরা তাকে মিস করব। আশা করি এশিয়া কাপের জন‍্য তৈরি থাকবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply