যুক্তরাষ্ট্রে বন্যায় তলিয়ে যেতে থাকা গাড়ি থেকে উদ্ধার নারী

|

ছবি: সংগৃহীত।

টানটান অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বন্যা কবলিত এক নারী। সোমবার (১ আগস্ট) বন্যার পানির তোড়ে গাড়িতে আটকে পড়েন ওই নারী। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ। পুলিশের বডিক্যামে ধরা পড়ে গোটা উদ্ধার অভিযান। খবর নিউ ইয়র্ক পোস্টের।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, পানির প্রবল তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর আটকা পড়েন ওই নারী। পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় তলিয়ে যেতে থাকে যানটি। কিন্তু কোনোভাবেই গাড়ির দরজা খুলতে পারছিলেন না তিনি।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে যান পুলিশ সদস্যরা। দীর্ঘ চেষ্টার পর জানালার কাঁচ ভেঙে তাকে বের করা হয়। কিছুটা আঘাত পেলেও শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। তবে উদ্ধার করা যায়নি তার পোষা কুকুরটিকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। খবর রয়টার্সের।

দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে চলছে জরুরি বিভাগের অভিযান। তবে এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কঠিন হয়ে পড়েছে আটকে পড়াদের উদ্ধার অভিযান। এমনকি মঙ্গলবার (২ আগস্ট) বেশ কয়েক জায়গায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্থানীয়দের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply