বহুকাঙ্ক্ষিত বৃষ্টিতে রংপুরে ফিরেছে চিরচেনা সেই রূপ

|

স্বস্তির বৃষ্টিতে বদলে গেছে উত্তরের জেলা রংপুরের দৃশ্যপট। কয়েকদিন আগেও যেখানে তীব্র দাবদাহে মাঠ ফেটে চৌচির ছিল, সেখানে এখন বিভিন্ন স্থানে জমা বৃষ্টির পানিতে জলকেলিতে মেতে উঠছে শিশু-কিশোররা।

দীর্ঘ দাবদাহের পর মুষলধারে বৃষ্টি হয়েছে রংপুরে। এতে প্রকৃতি শীতল হওয়ার পাশাপাশি পানিতে ভরে গেছে মাঠ-খাল-বিল। আনন্দে মাতামাতি শিশু-কিশোরদের। গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে জনজীবনে। গ্রামীণ জীবনে সজীবতা ফিরেছে, গ্রামাঞ্চল পেয়েছে চিরচেনা সেই রূপ।

শিশু-কিশোরদের প্রকৃতির সাথে বেড়ে উঠার এই বন্ধনকে সঠিক বিকাশ বলছেন বিশিষ্টজনরা। তবে শহরে জীবনে তা নেই। তাই প্রকৃতির গায়ে বৃষ্টির এই শীতল স্পর্শ উপভোগ করতে পারে না শহুরে শিশু-কিশোররা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply