মাগুরা প্রতিনিধি:
সড়কের নিরাপত্তার দায়িত্ব রেলের না, সড়ক বিভাগকেই তার দায়িত্ব পালন করতে হবে। রেল তার নিজস্ব লাইন ধরে চলে, তাই অন্য যানবাহনের সাথে দুর্ঘটনা হলে রেল তার দায় নেবে না। এসব কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মাগুরা সদরের রামনগর এলাকায় মাগুরা রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলেন, রেলপথের মাধ্যমে দেশকে উন্নত রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় দাড় করাতে কাজ করছে সরকার।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রেল লাইনের বাস্তবায়ন দাবি করেন।
উল্লেখ্য, গত বছর ২৭ এপ্রিল মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা রামনগর পর্যন্ত ভার্চুয়ালি রেললাইন স্থাপনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউএইচ/
Leave a reply