কুমিল্লায় ১৬ লক্ষাধিক টাকার চুল ছিনতাই, এক সন্দেহভাজন আটক

|

কুমিল্লায় ১৬ লক্ষাধিক টাকার চুল ছিনতাইয়ের মূল অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজিদুল আলম (বামে বায়ার্ন মিউনিখের জার্সি পরা)।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা থেকে ১৬ লক্ষাধিক টাকার চুল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজিদুল আলমের বিরুদ্ধে।

সোমবার (১ আগস্ট) রাত ৮টার দিকে মালামালসহ অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ এবং একজনকে আটক করেছে বুড়িচং থানার পুলিশ। ওই ঘটনায় ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই নামক প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বাদী হয়ে সাজিদুল আলম ও অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই নামক প্রতিষ্ঠানটির ৮ বস্তা চুল নিয়ে অটোরিকশা দিয়ে কুমিল্লা-বুড়িচং-মীরপুর প্রধান সড়ক দিয়ে কুমিল্লা শহরে দিকে নিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির মালিক হুমায়ুন কবির । এ সময় ওই অটোরিকশা খাড়াতাইয়া এলাকায় পৌঁছালে একটি ছিনতাইকারী দল অটোরিকশার গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চালককে মারধর করে অটোরিকশাসহ মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পরে আগানগর এলাকায় এনে অটোরিকশার মালামাল অন্য অটোরিকশায় পরিবর্তন করে কণ্ঠনগর দিকে নিয়ে যায় ছিনতাইকারী।

এরপর, প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বুড়িচং থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। সেখান থেকে ছিনতাইকারীকে চিহ্নিত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশা চালককে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুর রহমান জানান, মামলার মূল আসামিদের এখনও আটক করা সম্ভব হয়নি। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply