এখনও পানিবন্দি তিস্তার পাড়ের ১০ হাজার পরিবার

|

তিস্তা নদী সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি।

এখনও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি তিস্তা নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়। এসব এলাকা এখনও ডুবে আছে পানির নিচে। ফলে দুর্ভোগে আছেন হাজার হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদতিমারী ও সদর উপজেলার নিম্নাঞ্চল এলাকায় পানিবন্দি অন্তত ১০ হাজার পরিবার।

একই দৃশ্য রংপুরের গঙ্গাচড়াতেও। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে পুকুর-ফসলি জমি। প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। খাদ্য সহায়তার আশায় রয়েছে এসব ভুক্তভোগী মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply