চীনের হুমকি থাকলেও অধিকার আদায়ে পিছপা হবো না: তাইওয়ানের প্রেসিডেন্ট

|

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, চীনের সামরিক অভিযানের হুমকি থাকলেও গণতান্ত্রিক অধিকার আদায়ে পিছপা হবে না তাইওয়ান। আত্মসুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা বাড়াবে দেশটি।

বুধবার (৩ আগস্ট) মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানান তাইওয়ানের প্রেসিডেন্ট। তাইপের প্রেসিডেন্সিয়াল ভবনে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পেলোসি।

এ সময় মার্কিন স্পিকার বলেন, তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বার্তা নিয়েই এসেছে মার্কিন প্রতিনিধি দল। জানান, তাইওয়ানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় যুক্তরাষ্ট্র বদ্ধ পরিকর। সে ব্যাপারে আশ্বস্ত করতেই এ সফর। স্মরণ করিয়ে দেন, ১৯৭৯ সালে পাস হওয়া ‘ইউএস-তাইওয়ান রিলেশন অ্যাক্ট’। যার আওতায়, ভূখণ্ডটিকে সবধরনের সুরক্ষা সহযোগিতা দেবে ওয়াশিংটন।

এ সময় ন্যান্সি পেলোসিকে তাইওয়ানের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘দি অর্ডার অব প্রোপিশিয়াস ক্লাউডস’ দেয়া হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply