পদত্যাগ করেছেন মিসরের প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ। মঙ্গলবার দেশটির নতুন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি’র কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
গণমাধ্যম জানিয়েছে, মিসরের সংবিধান অনুযায়ী- নতুন রাষ্ট্রপ্রধান দায়িত্ব গ্রহণের পর পুরনো সরকার ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করতে হয়। সে নিয়ম রক্ষা করেই, দ্বিতীয় মেয়াদে সিসি’র প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের তিনদিন পর পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ। ২০১৫ সালের সেপ্টেম্বরে মিসরের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন সিসি’র ঘনিষ্ঠ ৬২ বছর বয়সী এ নেতা। ইসমাইল শরিফের স্থলাভিষিক্ত কে হবেন, সে ঘোষণা আসেনি এখনও।
Leave a reply