মার্কিন পণ্যের ওপর মেক্সিকোর নতুন শুল্ক আরোপ

|

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মেক্সিকো। ইস্পাত, অ্যালকোহল, পনির, মাংসজাত দ্রব্যসহ অন্তত পাঁচ ধরনের আমদানি পণ্য এর আওতায় পড়বে।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এমন পদক্ষেপ নিয়েছে মেক্সিকো সরকার। তাদের উদ্দেশ্য হলো, ক্ষমতাসীন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর ওপর অর্থনৈতিকভাবে আঘাত করা। গেল সপ্তাহেই মেক্সিকো, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত দেশগুলোর ওপর আমদানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার জেরে এমন পদক্ষেপ নিলো মেক্সিকো। প্রতিবেশি দেশ দু’টোর মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৬০ হাজার কোটি ডলার। যুক্তরাষ্ট্রের রফতানি পণ্যের ১৬ শতাংশ কেনে মেক্সিকো। যেখানে মেক্সিকোর রফতানি পণ্যের ৮০ ভাগ যায় যুক্তরাষ্ট্রে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply