বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরাকের প্রভাবশালী নেতা সাদরের

|

ছবি: সংগৃহীত

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সাদর। বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে পার্লামেন্টে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শিয়া নেতা মুক্তাদা আল সাদর বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হতে হবে। প্রিয় সমর্থকবৃন্দ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত। রাজনৈতিক সংস্কার ও দেশের মানুষের মুক্তির জন্য ‘শহীদ’ হতেও প্রস্তুত আমি।

প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছে ইরাকে। গেল সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সহিংসতায় জড়ায় আল সাদরের সমর্থকরা। এক পর্যায়ে পার্লামেন্টে ঢুকে পড়েন তারা। এখনও পার্লামেন্টের দখল ছাড়েননি শিয়া নেতার অনুসারীরা।

গত অক্টোবরের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন পায় আল সাদরের দল। তবে প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও দলগুলোর ঐক্যের অভাবে গঠন হয়নি সরকার। অচলাবস্থা যে সহসা কাটছে না আল সাদরের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণায় সে ইঙ্গিতই মিলছে।
আরও পড়ুন: পেলোসির তাইওয়ান সফর: চীনকে যে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply