কক্সবাজার সৈকতে হঠাৎ ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ। জোয়ারের সাথে ভেসে আসা মৃত জেলিফিশগুলো ভাটার সময় সৈকতে আটকা পড়ছে। সৈকতের সুগন্ধা, লাবনী, কলাতলী ও দরিয়ানগরসহ প্রায় সবগুলো পয়েন্টেই চোখে পড়ছে ১০ থেকে ১৫ কেজি ওজনের একেকেটি মৃত জেলিফিশ।

সৈকতে মৃত জেলিফিশ ভেসে আসার ঘটনা প্রায়ই ঘটে। তবে এত সংখ্যক জেলিফিশ ভেসে আসার ঘটনা আগে দেখা যায়নি। সৈকতের দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা বলছেন, এক সপ্তাহ ধরে শত শত জেলিফিশ সৈকতে ভেসে আসছে। তবে কী কারণে এত বিপুল সংখ্যক জেলিফিশ মারা পড়ছে, তা অনুমান করতে পারছেন না তারা।

তবে সমুদ্র বিজ্ঞানীদের ধারণা, জেলেদের জালে আটকা পড়েই জেলিফিশগুলো মারা পড়ছে। তবে এ পেছনে সমুদ্র দূষণ বা অন্য কোনো কারণ আছে কিনা, গবেষণার মাধ্যমে সেটি জানা যাবে।

সৈকত ঘুরে দেখা গেছে, পর্যটকরা এসব মৃত জেলিফিশ ধরে দেখছেন এবং ছবি তুলছেন। তাদেরকে এসব জেলিফিশ হাত দিয়ে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply