বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে কুয়েতের স্বাস্থ্যখাত

|

বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে কুয়েতের স্বাস্থ্যখাত। বেশকয়েক বছর বন্ধ থাকার পর স্বাস্থ্যখাত দিয়ে শুরু হচ্ছে কুয়েতে বাংলাদেশি জনশক্তি রফতানি। প্রথমবার দেশটির স্বাস্থ্যখাতে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশি নার্সরা। এরই মধ্যে দুই দফায় শতাধিক স্বাস্থ্যকর্মী কুয়েত গিয়েছেনও। আরও কয়েক দফায় বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা দেশটিতে যাবেন বলে নিশ্চিত করেছে দূতাবাস।

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অন্তত তিন লাখ বাংলাদেশি বসবাস করছেন। দেশটির বিভিন্ন খাতে বাংলাদেশিদের অবদান থাকলেও এবারই প্রথম যুক্ত হচ্ছেন স্বাস্থ্যখাতে। এতদিন দেশটির সম্ভাবনাময় এ খাতে ভারত, নেপালসহ এশিয়ার অন্য দেশগুলোর কর্মীদের আধিপত্য ছিল।

এরই মধ্যে দুই দফায় দেশটিতে পৌঁছেছেন ১১০ জন বাংলাদেশি স্বাস্থ্যকর্মী, যাদের মধ্যে ৫১ জন পুরুষ ও ৫৯ জন নারী। আরও ১৮৩ জন রয়েছেন যাওয়ার অপেক্ষায়। সেখানে কাজে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশি নার্সরা। কুয়েতের আইন অনুযায়ী, মেডিকেল টেস্ট, ফিঙ্গার প্রিন্ট যাচাইসহ সকল প্রক্রিয়া শেষে ওয়ার্ক পারমিট পাবেন তারা।

যেকোনো সমস্যায় স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার প্রত্যয় দেশটির বাংলাদেশ কমিউনিটির। এরই মধ্যে তাদের সাথে দেখা করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আহ জুবেদসহ অন্যান্য নেতাকর্মীরা। প্রবাসীদের প্রত্যাশা, শিগগিরই কুয়েতের অন্যান্য খাতেও বাংলাদেশি জনশক্তি রফতানি শুরু হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply