ভাবীর সাথে পরকীয়ার জেরে স্ত্রী-মেয়েকে হত্যা! ১৭ বছর পর গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

|

১৭ বছর আগের করা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তিন বছরের মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছিলো আসামি জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাব-৪ এর অধিনায়ক মো. মোজ্জামেল হক।

র‍্যাব জানায়, পরিবারের সহায়তায় জাকির স্ত্রীকে শুরুতে হত্যা করে। পরে পাশে থাকা ঘুমন্ত শিশু কন্যা জেগে উঠলে তাকেও হত্যা করে বাবা। জাকিরসহ পরিবারের কয়েকজন সদস্যকে সে সময় গ্রেফতার করা হয়। পরে জামিনে বেরিয়ে ১২ বছর পলাতক ছিল জাকির। হত্যা মামলায় তার সর্বোচ্চ সাজা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ভাবী তাহমিনার সাথে পরকীয়ার জেরে স্ত্রী-সন্তানকে হত্যা করেছিলো জাকির।

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে খুলনা থেকে ঢাকায় এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করলো স্বামী

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply