সাপের কামড়ে মৃত ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে সাপের কামড়েই মারা গেলেন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
ভারতীয় গণমাধ্যম টাইম নাও নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ আগস্ট) বড় ভাই অরবিন্দ মিশ্র (৩৮) সাপের কামড়ে মারা যান। খবর পেয়ে ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে বুধবার ভবানীপুর গ্রামে আসেন গোবিন্দ। এরপর রাতে ঘুমনোর সময় তাকেও সাপে কামড় দেয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পথেই মৃত্যু হয় গোবিন্দের।
একইসাথে গোবিন্দের আত্মীয় চন্দ্রশেখর পাণ্ডেকেও সাপ কামড়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি। তার অবস্থাও গুরুতর। তারা দু’জনই শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানা থেকে ভবানীপুর গিয়েছিলেন। বর্তমানে ওই পরিবারটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
/এনএএস
Leave a reply