বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা ও আটকে রাখার মতো কাজ করছে সরকার; এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী আসন্ন গণআন্দোলন বুঝতে পেরে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। ভোলায় বিএনপির উপর গুলিবর্ষণ করা এবং আদেশ দেয়া পুলিশ প্রশাসনের দায়িত্ববান প্রায় সবাই সাবেক ছাত্রলীগের নেতা বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চাপের কারণে নূরে আলমের পরিবার থেকে পুলিশের নাম ব্যবহার করা হয়নি। তার পরিবার থেকে মামলা হবে কিনা, সেটা তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানানো হবে বলে জানান রুহুল কবীর রিজভী।
নির্বাচন কমিশন ও সিইসিদের বক্তব্যের সূত্র ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, এবারের নির্বাচনেও ভোট হবে রাতে। সরকারের উদ্দেশ্য খারাপ বলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, নীল নকশায় মেতে আওয়ামী লীগই জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে আছে।
আরও পড়ুন: সকল ষড়যন্ত্র পায়ে মাড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবে আওয়ামী লীগ: কাদের
/এম ই
Leave a reply