ঝিনাইদহে কপোতাক্ষ নদে ডুবে ২ শিশুর মৃত্যু

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে বাড়ির পাশে কপোতাক্ষ নদে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। তাদের বাড়ি মহেশপুর শহরের পশু হাসপাতাল পাড়ায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কপোতাক্ষ নদে গোসল করতে যায় সাব্বির ও জীম নামের দুই শিশু। এরপর তারা এক‌টি ডুঙায় চড়ে। হঠাৎ ডুঙাটি উল্টে গেলে পানিতে ডুবে যায় ওই দুই শিশু। এদিকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে থাকে। এ সময় স্থানীয়রা কপোতাক্ষ নদে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, নিহত দুই শিশুর বাড়ি পাশাপাশি। নিহত সাব্বির ৬ষ্ঠ ও জীম ৩য় শ্রেণির ছাত্র।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply