গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪, রকেটে পাল্টা আঘাত হামাসের

|

স্বজন হারানোর শোকে মূহ্যমান এক ফিলিস্তিনি। ছবি: সংগৃহীত

গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ৬ জন শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ২০৪ জন। শনিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ইসরায়েলের ওপর রকেট হামলা করে পাল্টা প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে হামাস। ইসরায়েলের কিছু অঞ্চলের লোকেরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শনিবার সন্ধ্যায় এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেল আবিব এলাকায় সতর্কতা সাইরেন শোনা গেছে।

‘ইসলামিক জিহাদ’ যোদ্ধারা গাজা আক্রমণের পর ইসরায়েলের দিকে রকেট হামলা চালায়।
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় গাজার দৈনন্দিন জীবন স্থবির হয়ে পড়েছে। ইসরায়েল তাদের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়ায় জ্বালানির অভাবে অঞ্চলটির একমাত্র পাওয়ার স্টেশনটি বন্ধ হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, আগামী কয়েক ঘন্টা অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ। বিদ্যুতের অভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ সেবাসমূহ।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করেছে যে, ‘ইসলামিক জিহাদ’ এর বিরুদ্ধে তাদের বিমান অভিযান এক সপ্তাহ স্থায়ী হতে পারে। যদিও মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, সহিংসতা কমাতে উভয় পক্ষের সাথে বারংবার আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এর আগে, ২০২১ সালের মে মাসে গাজায় ১১ দিন ব্যাপী ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটি।

সূত্র: আল-জাজিরা ও এনডিটিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply