চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন আব্দুল মোমেন

|

সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার পরে রাজধানীর একটি হোটেলে এই দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

এই বৈঠকে বেশ কিছু সমঝোতা স্মারক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবার কথা। প্রসঙ্গত, দুইদিনের সফরে গতকাল ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আরও পড়ুন: সংঘর্ষ ও প্রাণহানির পরও নিউ মার্কেট এলাকায় বন্ধ হয়নি ফুটপাত দখল

এদিকে, চারদিনের সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply