তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

বিএনপি যতই আন্দোলন করুক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক্ষেত্রে আইন সংশোধনের কোনো উদ্যোগও নেবে না সরকার।

আইনমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সেই রায় মেনে পঞ্চদশ সংশোধনী কার্যকর হয়েছে। এখন কেয়ারটেকারে ফিরে যাওয়ার কোনো অবকাশ নেই।

আনিসুল হক আরও বলেন, বিএনপি যদি বাংলাদেশে বিশ্বাস করে তাহলে অবশ্যই নির্বাচনে আসবে। আমি মনে করি, তারা নির্বাচনে আসুক। এসেই দেখবে সুষ্ঠু নির্বাচন হয় কিনা। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা সহায়তা চায় তা-ই করা হবে।

আইনমন্ত্রী জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছা আছে। তাই বিএনপিসহ সুশীল সমাজের দাবি মেনে করা হয়েছে নির্বাচন কমিশন আইন।

আরও পড়ুন: বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রাখতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: নসরুল হামিদ

প্রসঙ্গত, বিদ্যুৎ ও জ্বালানির দাবিতে আন্দোলন করছে বিএনপি। জনসম্পৃক্ত এসব ইস্যুর পাশাপাশি বিএনপির মূল লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।

তবে, এজন্য সংবিধান সংশোধন করতে হবে। সরকার চাইলে এ উদ্যোগ নিতে পারে বলে রাজনৈতিক দলের সাথে সংলাপে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply