হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম

|

হিলি প্রতিনিধি:

হিলিতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। এক লাফে দাম কমেছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। দু’দিন আগেও হিলি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হলেও রোববার (৭ আগস্ট) তা বিক্রি হচ্ছে ১৬০ থেকে
১৭০ টাকায়।

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় এর দাম কমেছে বলে জানিয়েছেন হিলি বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়ে আসবে। সম্প্রতি তীব্র দাবদাহ আর বন্যার কারণে কাঁচা মরিচের আবাদে ব্যাপক ক্ষতি হয়। এর প্রভাবে দেশের বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম আড়াইশ টাকা ছাড়িয়ে যায়।

তবে শনিবার (৬ আগস্ট) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ফলে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply