গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় পেট্রোল ও ডিজেল পরিমাণে কম দেয়ায় পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে অবস্থিত একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (৭ আগষ্ট) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম।
আবদুস ছালাম বলেন, জ্বালানি তেল পরিমাণে কম দেয়ার অভিযোগে রূপ ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে স্টেশনে ৫ লিটার পেট্রোলে ১৬১ মিলিলিটার ও ৫ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার তেল কম দেয়ার সত্যতা পাওয়া যায়। এসময় পরিমাণে কম তেল সরবরাহ করায় এবং পরিমাপক যন্ত্রে কারচুরির অপরাধে ফিলিং স্টেশনটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এই অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ লাইনন্সের একদল পুলিশ। অভিযানের সময় গাইবান্ধা কৃষি বিপণন অধিদফতরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) মো. শাহ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
এসজেড/
Leave a reply