পঞ্চগড়ে কমছে কলেজ শিক্ষার্থী

|

শিক্ষার্থীশুন্য হয়ে পড়ছে পঞ্চগড়ের কলেজগুলো। ঝরে পড়ার পাশাপাশি কমে যাচ্ছে শিক্ষার মানও। করোনায় ঘটেছে ছন্দপতন। জীবিকার তাগিদে বহু শিক্ষার্থী হয়েছে কর্মমুখী। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে না পারলে সামাজিক সংকট বৃদ্ধির শঙ্কায় শিক্ষকরা।

একসময় শিক্ষার্থীদের পদচারনায় মুখর থাকতো ক্যাম্পাস। সেখানে এখন সুনশান নীরবতা। ফাঁকা পড়ে ক্লাসগুলো। পঞ্চগড়ের বেশিরভাগ কলেজের চিত্রই এমন।

শিক্ষার্থীরা বলছে, তাদের জন্য প্রথম ধাক্কা ছিলো করোনা মহামারি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাব পড়েছে স্বাভাবিক শিক্ষা জীবনেও। কমেছে ক্লাসে যাওয়ার অভ্যাস। সহপাঠীদের অনুপস্থিতিতে বিষণ্ণ উপস্থিত শিক্ষার্থীরাও। উপস্থিতি কম থাকায় ক্লাসে আগ্রহ হারাচ্ছে তারাও। সেইসাথে কমেছে শিক্ষার মানও।

সীমান্তবর্তী এই জেলায় কলেজ আছে ৩৮টি। এর মধ্যে সরকারি ৬টি। এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করছে প্রায় ১ লাখ শিক্ষার্থী। সংকট সমাধানে শিক্ষণ পদ্ধতি আরও উন্নত করার পরামর্শ জেলা শিক্ষা কর্মকর্তার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply