চুক্তির ৪ বছর পর মোংলা বন্দরে ভারতীয় জাহাজ

|

চুক্তির প্রায় ৪ বছর পর পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ভারতের একটি জাহাজ। সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এমভি রিশাদ রায়হান জাহাজটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন জানান, গত ১ আগস্ট কলকাতা বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। জাহাজে দুটি কনটেইনার রয়েছে। একটিতে রয়েছে ১৬ টন লোহার পাইপ। সেগুলো খালাসের পর তামাবিল সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে যাবে। অপর কনটেইনারে রয়েছে সাড়ে ৮ টন প্রিফোম। সেগুলো খালাসের পর কুমিল্লার বিবিরবাজার সীমান্ত দিয়ে আসামে যাবে।

২০১৮ সালের বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি সম্পাদিত হয়। এর আওতায় চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য নিয়ে যেতে পারবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply