যতই হুমকি-ধামকি আসুক, শেখ হাসিনার নেতৃত্বে পথ হারাবে না বাংলাদেশ; এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গমাতা ছিলেন সাধারণ মানুষের কাছাকাছি। তার সমস্ত গুণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে রয়েছে। তিনি পেছনে থেকে বঙ্গবন্ধুকে সবসময় নিরবে শক্তি জুগিয়েছেন।
অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, বাঙালীর বটবৃক্ষ ছিল বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধুর ছায়াবৃক্ষ ফজিলাতুন্নেসা। সমস্ত আন্দোলন সংগ্রামে নেপথ্য তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
/এমএন
Leave a reply