নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক ভাড়া বাড়ানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনদিন ধরে চলা ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন ট্রাক মালিকরা। এর ফলে পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে।
জানা যায়, গত ৬ আগস্ট থেকে ট্রাক ভাড়া বাড়ানোর দাবিতে আশুগঞ্জ মোকাম থেকে ধান পরিবহন বন্ধ রাখে ট্রাক মালিক-শ্রমিকরা। এতে করে গত তিনদিন পরিবহন সংকটের কারণে মোকাম থেকে ধান কিনেননি চালকল মালিকরা। ধর্মঘট নিয়ে সোমবার দুপুরে ট্রাক মালিক ও চালকল মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠকে বসে উপজেলা প্রশাসন।
এই ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস জানান, দুই ঘণ্টার বৈঠক শেষে ট্রাকের ভাড়া ধানের বস্তা প্রতি দেড় টাকা থেকে দুই টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে পণ্য পরিবহন শুরু হয়।
ইউএইচ/
Leave a reply