চুয়াডাঙ্গায় বেশিরভাগ রেলক্রসিংই অরক্ষিত, লোকবল সংকট বলছে কর্তৃপক্ষ

|

চুয়াডাঙ্গা জেলায় রেলপথ রয়েছে ৪২ দশমিক ছয় পাঁচ কিলোমিটার। জেলায় রেলক্রসিং রয়েছে মোট ৩৩টি। এরমধ্যে ১৯টিই আছে অরক্ষিত অবস্থায়। এসব ক্রসিংয়ের কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। অথচ রেলক্রসিংগুলোকে সুরক্ষিত করতে দীর্ঘদিনেও কার্যকর পদক্ষেপ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয়রা বলছেন, অরক্ষিত এসব রেলক্রসিংয়ে গেটম্যান নেই। নামমাত্র সাইনবোর্ড বসিয়েই দায় সেরেছে রেল বিভাগ। বছরের পর বছর অরক্ষিত রেলক্রসিংয়ে তাদের কোনো পদক্ষেপ নেই। দুর্ঘটনা এড়াতে আর মানুষের জীবন রক্ষার লক্ষ্যে এসব রেলগেট সুরক্ষিত করার দাবি তাদের।

এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষের দাবি লোকবল সংকটের কারণে কিছু ক্রসিং অরক্ষিত আছে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মন্ডল বলেন, অনেক ক্রসিংয়ে গেটম্যান নেই। গেটম্যান নিয়োগের পরিকল্পনা চলছে বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply