উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নিজ স্ত্রী ও শ্যালিকাকে ভারতে পাচার করে দিয়েছেন স্বামী ইউসুফ! পুলিশের হাতে তিনি গ্রেফতার হলে আদালতে দেয়া জবানবন্দির ভিত্তিতে সিআইডির মানব পাচার ইউনিট ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির সিরিয়াস ক্রাইমের বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি বলেন, ভুক্তভোগী দুই নারীকে ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙা সীমান্ত দিয়ে গত বছরের ৪ মে ভারতে পাচার করা হয়। সেখানে অবস্থানরত আসামিদের সহয়তায় দুই নারীকে পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়।
ব্রিফিং এ জানানো হয়, যৌনপল্লী থেকে পালিয়ে ভুক্তভোগী নারী ভারতীয় পুলিশের সহয়তায় গেল ২২ মার্চ বাংলাদেশে ফেরত আসেন। আদালতে তাদের দেয়া জবানবন্দির ভিত্তিতে সিআইডির বিশেষ টিম চক্রের চার সদস্যকে গ্রেফতার করে বলে জানান সিআইডির সিরিয়াস ক্রাইমের বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম।
আরও পড়ুন: ভুঁইফোড় কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৩
/এম ই
Leave a reply