জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণফোরামের সমাবেশ

|

গণফোরামের প্রতিবাদী সমাবেশ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে গণফোরাম।

বুধবার (১০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয় বলেই সবকিছুর দাম বেড়েছে। আর এর কারণে জনজীবন হচ্ছে বিপর্যস্ত। ক্ষমতাসীনদের লাগামহীন দুর্নীতির কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে।

গণফোরাম সভাপতি আরও বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। সমাবেশে জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন: উন্নয়নের রোল মডেলের হাতে এখন ভিক্ষার থালা: রিজভী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply