প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরে গেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার। বাংলাদেশের দেয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই পেসার হাসান মাহমুদের ইনসুইঙ্গারে এলবইডব্লিউ হয়ে ফেরেন তাকুদোয়ানাশে কাইতানো। এরপরেও ওভারে আক্রমণে এসেই তাদিওয়ানাশে মুরামানিকে বোল্ড করেন মেহেদী মিরাজ। প্রতিবেদনটি লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটারদের ভুল শট সিলেকশনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। বাজেভাবে উইকেট ছুড়ে দিয়ে জোড়া ডাক পেয়েছেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। এনামুল বিজয়ের সাথে ভুল বোঝাবুঝিতে ১৯ রানে রানআউটে কাটা পড়েন অধিনায়ক তামিম ইকবাল। পাল্টা আক্রমণ করে খেলে ৪টি ছয় ও ৬টি চারের সাহায্যে ৭০ বলে ৭৬ রান করেছেন এনামুল বিজয়।
এরপর দলীয় সংগ্রহকে ২৫০ পার করানোর প্রায় পুরো কৃতিত্বই আফিফ হোসেনের। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮১ বলে ৮৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দেন এই বাঁহাতি ব্যাটার। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৫৬ রান।
/এম ই
Leave a reply