উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির ৬০০ লিটার জ্বালানি তেলসহ চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ বলছে, বিজ্ঞান জাদুঘরের সামনের তিনটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে চক্রটি জানায়, প্রতিটি সরকারি গাড়ি থেকে দৈনিক ৩-৪ লিটার তেল ক্রয় করতো। দৈনিক ৪৫-৫০টি গাড়ি থেকে তেল সংগ্রহ করতো চক্রটি। প্রতিমাসে প্রায় ১৮ হাজার লিটার তেল বিক্রি করে থাকে অসাধু সরকারি গাড়ি চালকদের একটি অংশ।
পুলিশ আরও জানায়, সরকারি গাড়ির এসব তেল লিটার ১০০ টাকায় কিনে খোলা বাজারে তা ১৩০ টাকা করে বিক্রি করতো। তবে এই তেল কারা বিক্রি করছে, কারা কিনেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি পুলিশ।
ইউএইচ/
Leave a reply