নিউইয়র্কে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে কোনো জবাব দেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে নিজেই জানিয়েছেন এ তথ্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে তদন্তের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডাকা হয় তাকে। হাজিরা দিলেও কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প।
বিবৃতিতে ট্রাম্পের দাবি, সাংবিধানিক অধিকার বলে প্রশ্নের উত্তর দেননি তিনি। পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার দুই ছেলেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে তার বিরুদ্ধে ব্যবহার করছে বাইডেন প্রশাসন।
উল্লেখ্য, গত মঙ্গলবার তার ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। যা নিয়ে চলছে তোলপাড়।
ইউএইচ/
Leave a reply