নিউ মেক্সিকোয় নিহত মুসলিমরা অভিযুক্তের পূর্বপরিচিত, ধারণা তদন্তকারীদের

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় মুসলিম হত্যাকাণ্ডের পেছনে অভিযুক্তের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। এমন সন্দেহ মার্কিন তদন্তকারীদের। নিহতরা আটক সন্দেহভাজন মোহাম্মদ সাঈদের পূর্ব পরিচিত বলে ধারণা করছেন তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তদন্তকারীরা বলছেন, ৫১ বছর বয়সী সাঈদের বিরুদ্ধে জোরালো প্রমাণ আছে। হত্যায় ব্যবহৃত গুলির সাথে সাঈদের গাড়িতে পাওয়া বুলেটের খোসার মিল রয়েছে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আফগান বংশোদ্ভূত সাঈদ।

আদালতে দেয়া সাক্ষ্যে সাঈদ দাবি করেন, সাম্প্রতিক মুসলিম হত্যার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনিও। তাই হিউস্টনে পরিবারের জন্য নতুন আবাস খুঁজতে যাচ্ছিলেন আলবাকুয়ার্কের এই বাসিন্দা।

গত ৯ মাসে নিউ মেক্সিকো শহরে হত্যাকাণ্ডের শিকার হন চার মুসলিম। এর মধ্যে অন্তত দু’টি ঘটনায় সাঈদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। মঙ্গলবার বাড়ির প্রায় ১শ’ মাইল দূর থেকে আটক করা হয় তাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply