মাদকবিরোধী অভিযান ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে মেক্সিকোয়। দু্’টি প্রদেশে ছড়ায় সংঘাত। একজনের মৃত্যুও হয়েছে এ ঘটনায়। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, জেলিসকো প্রদেশে মাদক বাণিজ্যে জড়িত দু’টি দুর্ধর্ষ গ্যাংয়ের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। আস্তানা ঘিরে ফেলে আটক করা হয় দুই গ্যাং লিডারকে। সেসময় ভেতর থেকে গোলাগুলি শুরু করে সন্ত্রাসীরা। বহু গাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। সংঘাত ছড়িয়ে পড়ে গুয়ানাজুয়াতো প্রদেশেও।
এ ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রেদোর।
/এমএন
Leave a reply