কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে ‘পালালেন’ দুই পাকিস্তানি বক্সার

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার পর এবার কমনওয়েলথ গেমসের ভিলেজ থেকে পালিয়ে গেলেন পাকিস্তানের দুই বক্সার। সোমবার গেমস শেষ হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তারা।

পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানান, সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহকে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দুই ঘণ্টা আগে থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অবশ্য নিখোঁজ হলেও তাদের পাসপোর্ট ও যাবতীয় কাগজ রয়ে গেছে ফেডারেশন কর্তাদের কাছে।

এরই মধ্যে ইংল্যান্ডের পাকিস্তান দূতাবাস তাদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি করেছে। এবারের কমনওয়েলথ গেমসে দুটি স্বর্ণসহ মোট ৮টি পদক জিতেছে পাকিস্তান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply