ঝিনাইদহে তেল কম দেওয়ায় দুই পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে মাপে কম দেওয়ায় দুই তেল পাম্পকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ঝিনাইদহ র‍্যাব-৬ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় ঝিনাইদহের ইউসুফ ফিলিং স্টেশন ও কালীগঞ্জ উপজেলার মোচিক সমবায় ফুয়েল সার্ভিসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক ও ঝিনাইদহ র‍‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল জানান, তেল কম দেয়ার অপরাধে দুই পাম্প ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তেল সরবরাহ করা মেশিন ঠিক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার মামলা, ৭ দিনের মধ্যে নুরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজিরের নির্দেশ

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply