ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রেক্সিট প্রক্রিয়া কার্যকরে দুই বছর মধ্যবর্তী সময়ের প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতালিতে ব্রেক্সিট বিষয়ে ভাষণে এ প্রস্তাব রাখেন তিনি।
থেরেসা মে বলেন, মধ্যবর্তী ওই সময়ের মধ্যে জোটের সাথে করা আগের বাণিজ্য চুক্তি বজায় থাকবে। এসময়ে ইইউভূক্ত দেশগুলোর নাগরিকরা বসবাস ও কাজ করতে পারবে কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে রেজিস্টেশন করতে হবে। ব্রেক্সিট কার্যকরের পুরো প্রক্রিয়া শেষ হতে দুই বছর সময় লাগেবে। ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে’র অন্তবর্তীকালীন সময়কে স্বাগত জানালেও পুরো বিষয়কে অস্পষ্ট আখ্যা দেন বিরোধী লেবার নেতা জেরেমি করবিন। এদিকে ব্রেক্সিট কার্যকরের বিরোধীতা করে বিক্ষোভ হয়েছে ইতালিতে। বিক্ষোভে অংশ নেন ইতালিতে থাকা ব্রিটিশরা।
টিবিজেড/
Leave a reply