সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে, গ্রেফতার ১

|

অভিযুক্ত স্বামী (বামে), নিহত গৃহবধূ (ডানে)।

সাভার প্রতিনিধি:

সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে সামিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। এই ঘটনায় করা মামলায় সামিয়ার স্বামী সাদমান সাকিব হৃদয়কে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত সামিয়ার বাবা মিজানুর রহমান মেয়ের স্বামী সাদমান, শ্বশুর জাকারিয়া হোসেন ও শাশুড়ি জায়েদা পারভিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায়, সামিয়ার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আসামি শ্বশুর ও শাশুড়িকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সামিয়ার স্বজনদের অভিযোগ, বিয়ের সময় সামিয়াকে দেয়া ২৫ ভরি স্বর্ণের গহনাকে কেন্দ্র করে তার শ্বশুর বাড়িতে ঝামেলা চলছিল। এরই জেরে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটির জের বৃহস্পতিবার সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply