কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে গ্রেফতার করা হয় ডাকাত সদস্যদের। পরে কুমিল্লায় নিয়ে আসা হয়। শুক্রবার (১২ আগস্ট) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বুড়িচং উপজেলার উত্তর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে বাবুল ওরফে বাবুল কসাই (৩৮), সংকুচাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোসলেম উদ্দিন (২৫) এবং জেলার বরুড়া উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের আব্দুল মুবিনের ছেলে মো. মহিউদ্দিনকে (২৩)।
পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শালুকমুড়া ও দুতিয়ার দিঘীর পাড় এলাকায় সম্প্রতি দুটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই জেরে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় লুণ্ঠিত নগদ ৭৫ হাজার টাকা ও ২ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণ জব্দ করে পুলিশ।
গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রূপালী আবাসিক এলাকা থেকে মো. মহিউদ্দিন নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত ১০ হাজার টাকা জব্দ করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদেরকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এসজেড/
Leave a reply